গার্মেন্টসে মেয়েদের শর্ট ড্রেস বা গেঞ্জী কাটা কি হারাম?

জিজ্ঞাসা–১৮৬৫: গার্মেন্টসে মেয়েদের শর্ট ড্রেস বা গেঞ্জী কাটা কি হারাম কাজ হবে?–সেখ আবিদুর রহমান।

জবাব: যদি এর মাধ্যমে অমুসলিমদের নোংরা সংস্কৃতি প্রচার ও তাদের সহযোগিতা উদ্দেশ্য না হয়; বরং শুধুমাত্র অর্থ উপার্জন উদ্দেশ্য হয় তাহলে এধরণের হারাম-পোশাক সেলাই করা মাকরূহে তানজীহী। তবে এর মাধ্যমে অর্জিত উপার্জন হালাল। (রদ্দুল মুহতার ৯/৫৬২)

সুতরাং একান্ত প্রয়োজনে করা যাবে তবে মনের মাঝে এর প্রতি ঘৃণা রেখে করতে হবে। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন