ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা জায়েয আছে কি?

জিজ্ঞাসা–১৮১০: ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা যায় কি?–নাম প্রকাশ করা হয় নি।

জবাব: যদি এর কারণে স্ত্রীর ফরয পালনে অসুবিধা না হয় কিংবা তার কোনো ক্ষতি না হয় তাহলে ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,

نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ

তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। (সূরা বাক্বারাহ ২২৩)

এই আয়াতের তফসিরে মুজাহিদ রহ. বলেন,

قَائِمَةً وَقَاعِدَةً وَمُقْبِلَةً وَمُدْبِرَةً فِي الْفَرْجِ

দাঁড়ানো ও বসা অবস্থায়, সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে (সঙ্গম করতে পারো, তবে তা হতে হবে) স্ত্রীর যোনিপথে। ( দুররে মানছুর ১/২৬৫ তাফসীর তাবারী ২/৩৮৭-৩৮৮ মুসান্নাফ ইবনু আবী শাইবা ৪/২৩২)

আল্লামা বাহূতি রহ. বলেন,

وللزوج الاستمتاع بزوجته كل وقت … ما لم يشغلها عن الفرائض أو يضرها ، فليس له الاستمتاع بها إذن

যদি এর কারণে স্ত্রীর ফরয পালনে অসুবিধা না হয় কিংবা তার কোনো ক্ষতি না হয় তাহলে স্বামী যে কোনো সময় স্ত্রীকে উপভোগ করতে পারে। স্বামীর জন্য তাকে উপভোগ করার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।  (কাশশাফুল ক্বিনা’ ৫/১৮৯)

والله أعلم بالصواب