চোখের পানি মুখে চলে গেলে রোজার ক্ষতি হয়?

জিজ্ঞাসা–১৮০৪: দোয়া করার সময় কান্না আসলে এবং দু’ এক ফোঁটা চোখের পানি মুখের ভিতর চলে গেলে রোজার ক্ষতি হবে কি?–শাকিল আহমেদ।

জবাব: ফতওয়ার কিতাবে এসেছে,

الدموع اذا دخلت فم الصائم ان كان قليلا كالقطرة والقطرتين او نحوها لايفسد صومه، وان كان كثيرا حتى وجد ملوحته فى جميع فمه واجتمع شيئ كثير فابتلعه يفسد صومه

যদি রোজাদারের মুখে এক/দু’ফোটা বা এর মত অল্প পরিমাণে অশ্রু চলে যায়, তাহলে তার রোজা নষ্ট হবে না। আর যদি তা এত বেশি পরিমাণে হয় যে সে তার পুরো মুখে অশ্রুর লবণাক্ততা অনুভব করে এবং সে তা গিলে ফেলে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩)

والله أعلم بالصواب