জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন কতটুকু পর্যন্ত জায়েয?

জিজ্ঞাসা–১৬৪২: বিভিন্ন সময়ে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম আছে। অনেক সময় জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে সালাম করতে হয় এবং ঝুঁকতে হয়। এক্ষেত্রে শরীয়তের বিধান জানতে চাই।–আসিফুল ইসলাম।

জবাব: জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক উত্তোলন করা নিষেধ নয়। অনুরূপভাবে জাতীয় পতাকার সামনে দাঁড়ানো বা সালাম দেওয়া নির্দিষ্ট বাহিনীর আইন। তাই এমন করতে কোনো সমস্যা নেই। তবে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করা যার দ্বারা তার প্রতি অস্বাভাবিক সম্মান প্রদর্শন প্রকাশ পায় যেমন, হাত জোড় করে দাঁড়িয়ে থাকা কিংবা তার সামনে ঝুঁকা জায়েজ হবে না। কারণ, ঝুঁকে কোনো বস্তুকে সম্মান দেখাতে শরীয়তে নিষেধ করা হয়েছে। তবে ঝুঁকে সম্মান প্রদর্শন করলেও এটাকে শিরকি আমল সাব্যস্ত করা যাবে না। (দারুল ইফতা, জামিয়া উলুমিয়া ইসলামিয়া আল্লামা বিননূরী টাউন, অনলাইন ফতোয়া নম্বর-১৪৪১০৪২০০১৬৫; কিতাবুল ফাতাওয়া ১/২৮২)

হাদিস শরিফে এসেছে, আনাস ইবনু মালিক রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,

قالَ رجلٌ يا رسولَ اللَّهِ الرَّجلُ منَّا يلقى أخاهُ أو صديقَه أينحني لَه قالَ لا

কোন একসময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! আমাদের কোন ব্যক্তি তার ভাই কিংবা বন্ধুর সাথে দেখা করলে সে কি তার সামনে ঝুঁকে যাবে? তিনি বললেন, না। (তিরমিজি ২৭২৮ ইবনু মাজাহ ৩৭০২)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন