জিজ্ঞাসা–৬৯০: জানাজার নামাজে এসে চাউল এবং টাকা দেয়। এটা কি যায়েজ?– মো: মাসউদুর রহমান জামালপুরী।
জবাব: এরূপ কোনো আমল কোরআন-সুন্নাহয় পাওয়া যায়না। সুতরাং এটা বেদআত হবে। কেননা, কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ অর্থাৎ, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করে যা এর অন্তর্ভূক্ত নয়, তা প্রত্যাখ্যাত। (বুখারী ২৬৯৭; মুসলিম ১৭১৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন