টেলিভিশন বিক্রির টাকা কি হালাল?

জিজ্ঞাসা–১৩৯৬: টেলিভিশন বিক্রির টাকা কি হালাল?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: যেহেতু টিভির মাধ্যমে গোনাহের কাজই বেশি করা হয়। তাই এটি বিক্রি করা মাকরূহে তাহরীমি। (ফাতাওয়া উসমানী ৩/৮৪)

তবে কারো ব্যাপারে যদি এই নিশ্চয়তা পাওয়া যায় যে, সে টিভি ক্রয় করে বৈধ কাজে–যেমন এয়ারপোর্টে কাস্টমসের কাজে কিংবা সিসি ক্যামেরার কাজে ব্যবহার করবে তাহলে তার কাছে বিক্রি করা জায়েয হবে। (www.banuri.edu.pk)

আল্লাহ তাআলা বলেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। (সূরা মায়িদা ০২)

والله اعلم بالصواب