ঢেকুর আসলে রোজা ভাঙ্গবে কি?

জিজ্ঞাসা–১৪৯২: আসসালামুয়ালাইকুম। সম্মানিত শায়েখ, আমি সেহরি খাওয়ার বেশ কিছুক্ষণ পরে একটা ঢেকুর উঠে কিছু খাবার যা এক লোকমার কম মুখে উঠে চলে আসে এবং তা পরোক্ষণে আবার গিলে ফেলি, এমতাবস্থায় আমার রোযা হবে?–মোঃ মাহফুজ বিশ্বাস।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

মুহতারাম দীনী ভাই, ঢেকুর ওঠার কারণে রোজা নষ্ট হয় না। তবে ঢেকুরের সাথে মুখে কিছু আসলে সেটা গিলা যাবে না; বরং ফেলে দিতে হবে। যদি কেউ ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে। আর যদি অনিচ্ছাকৃত নিজ থেকেই তা পেটে চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না। (আলমাবসূত, সারাখসী ৩/৫৬; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শাহীদ, পৃ. ২৩৪)

والله أعلم بالصواب