তাসবিহ ছড়া স্পর্শ করার জন্য অজু লাগবে কি?

জিজ্ঞাসা–১৩৫১: আসসালামু আলাইকুম, হুজুর, 📿 তাসবিহ ছড়া স্পর্শ করলে কি ওযু লাগবে?–মোঃ সাইদুল ইসলাম ইমরান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

তাসবিহ ছড়া স্পর্শ করার জন্য অজু লাগবে না। কেননা, তাসবিহ ছড়া স্পর্শ করার জন্য অজু লাগবে ; শরিয়তে এজাতীয় কোনো বিধান নেই। বরং আল মাউসুয়াতুল ফিকহিয়্যা (১১/২৮৩)-তে এসেছে,  أجاز الفقهاء التسبيح باليد والحصى، والمسابح خارج الصلاة ফকিহগণ নামাজের বাইরে হাত, কংকর ও তাসবিহ-মালা দ্বারা তাসবিহ পাঠের অনুমতি দিয়েছেন।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =