‘তুই এরকম করলে কিন্তু তালাক খাবি’ স্ত্রীকে একথা বলার হুকুম

জিজ্ঞাসা–১৪৭৮: একবার আমার স্ত্রীকে একটা থাপ্পড় মারার পর আমাকে উল্টো আঘাত করে। আমি রাগে বলেছি, তুই এরকম করলে কিন্তু তালাক খাবি। এর অন্যথা বলি নি।  এতে কি তালাক হয়ে গেছে?–Mohammad Khosru

জবাব: যদি বাস্তবেই প্রশ্নেল্লেখিত শব্দ আপনার স্ত্রীকে বলে থাকেন, তাহলে এর দ্বারা তালাক হয় নি। (ফাতাওয়া উসমানী ২/৩৪৫)

তবে তালাক অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এজাতীয় শব্দ যেকোনোভাবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। কেননা, তালাক-সংক্রান্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন,

وَلا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُواً

আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। (সূরা বাকারা ২৩১)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =