তেলাওয়াতের সিজদার বিধান

জিজ্ঞাসা–১৬৪৮: সিজদার আয়াত তেলাওয়াত করার পর সিজদা কি দিতেই হবে?––সাজেদুর রহমান।

জবাব: হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবন উমর রাযি. বলেন,

  كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ وَسجد وسجدنا مَعَه

আমাদের নিকট কুরআন তিলাওয়াতের সময় যখন রাসূলুল্লাহ ﷺ সিজদার আয়াত পাঠ করতেন, তখন তিনি আল্লাহু আকবার বলে সিজদায় যেতেন এবং আমরাও সিজদা করতাম। (আবু দাউদ ১৪১৩)

রাসূলুল্লাহ ﷺ -এর অনুসরণকল্পে ফকিহগণ তেলাওয়াতের সিজদাকে ওয়াজিব বলেছেন। এই সিজদা তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের উপর ওয়াজিব। সুতরাং তেলাওয়াতের সিজদা বিলম্ব না করে সিজদার আয়াতের পরেই আদায় করা উচিত।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন