জিজ্ঞাসা-৩৬: দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে দোকানদার কখনো এ কথা বলে যে, যা দেখার এখনই দেখে নিন। পরে কোনো সমস্যার কারণে ফেরত দিতে পারবেন না। এভাবে বলার পর যদি পণ্যের মধ্যে কোনো দোষ ধরা পড়ে তাহলে কি ফিরিয়ে দেওয়ার অধিকার থাকবে?
জবাব: বিক্রেতা প্রশ্নোক্ত কথাটি বলার পর ক্রেতা যদি তা মেনে নিয়ে পণ্য ক্রয় করে তাহলে পরবর্তীতে কোনো দোষের কারণে ঐ পণ্য ফেরত দেওয়ার অধিকার থাকবে না। (কিতাবুল আসল ২/৪৮৮; মাবসূত, সারাখসী ১৩/৯১; আলবাহরুর রায়েক ৬/৬৬; রদ্দুল মুহতার ৫/৪২)
প্রকাশ থাকে যে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া বড় ফযীলতপূর্ণ কাজ। হাদীস শরীফে এসেছে,
مَن أقالَ مُسلِمًا بيعتَه ؛ أقالَه اللهُ عَثرتَه يومَ القِيامةِ
যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে বেচাকেনা করে তা ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। (সুনানে আবু দাউদ ৩৪৬০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- অনলাইন গেমের টপআপ বিক্রি কি জায়েয?
- চুলের ব্যবসা করা কি হারাম?
- দ্বীনি কিতাব পিডিএফ করে বিতরণ করা জায়েয আছে কি?
- কোম্পানির প্রচারের জন্য দোকানে মাল দিয়ে পরে মূল্য উশুল করা
- সমিতির পক্ষ থেকে গাভী কিনে এক ব্যক্তিকে দেয়া হল…
- ক্রয়-বিক্রয়ের নামে অভিনব সুদ
- ছাত্রীদের কাছে বই লাভে বিক্রি করা
- বিড়ি-সিগারেট ক্রয়-বিক্রয় করা যাবে কিনা?
- ট্যাক্স কমাতে সুদভিত্তিক সঞ্চয়পত্র কেনা জায়েয আছে কি?
- ওয়াকফ করা জমি বিক্রি করা জায়েজ আছে কিনা?
- মালিক না পাওয়া গেলে কিভাবে ফেরত দিবে?