প্রথম সালামের পর ইমামের ইক্তেদা করা

জিজ্ঞাসা–১৩১৩: ১. প্রথম সালামের পর ইমামের ইক্তেদা করা যাবে? ২.প্রথম সালামের ‘আসসালামু’ শব্দটি বলার সঙ্গে সঙ্গেই ইমামের ইক্তেদার সময় শেষ হয়ে যায়?–Razib

জবাব: প্রথম সালামের ‘আসসালামু’ শব্দটি বলার সঙ্গে সঙ্গেই ইমামের ইক্তেদার সময় শেষ হয়ে যায়। এরপর আর ইমামের ইক্তেদা করা সহিহ নয়। সুতরাং এ অবস্থায় মুসল্লি ইমামের ইক্তেদা করলে তার নামাজ আদায় হবে না। (হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি ২৫১)

والله اعلم بالصواب