প্লেটের মাঝখান থেকে খানা খেলে বরকত চলে যায় কি?

জিজ্ঞাসা–১৬৯৩: তাবলীগ জামাতের লোকেরা বলে থাকে, প্লেটের মাঝখান থেকে খানা খেলে নাকি খাবারের বরকত নষ্ট হয়ে যায়। এটা কি আসলে সঠিক?–মানসুর।

জবাব: কথাটি সঠিক। হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবন আববাস রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ فَكُلُوا مِنْ حَافَتَيْهِ وَلاَ تَأْكُلُوا مِنْ وَسَطِهِ

বরকত নাযিল হয় খানার মাঝখানে। সুতরাং এর পাশ থেকে তোমরা খাবে, এর মাঝখান থেকে তোমরা খাবে না। (তিরমিযী ১৮০৫)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন