ফজর নামাজের আগে তাহিয়্যাতুল মসজিদ পড়া

জিজ্ঞাসা–১৬৫৩: অনেকে ফজর নামাজের জন্য যখন মসজিদে ঢুকে তখন প্রথমে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ পড়ে। তারপর ফজরের সুন্নাত পড়ে। এটা কি ঠিক আছে?  

জবাব: হাদিস শরিফে এসেছে, হাফসা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا طَلَعَ الْفَجْرُ لاَ يُصَلِّي إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

রাসুলুল্লাহ ফজরের সময় হলে সংক্ষিপ্ত দু’রাকাত ছাড়া অন্য কোন নামাজ আদায় করতেন না। (সহিহ মুসলিম ১৫৫১)

এ কারণেই ফকিহগণ বলেছেন, এই সময় স্বতন্ত্রভাবে তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা মাকরূহ। (আলবাহরুর রায়িক ১/২৫২)

তবে স্বতন্ত্রভাবে আদায় না করে যদি মসজিদে ঢুকে সঙ্গে সঙ্গে ফজরের দু’ রাকাত সুন্নাত আদায় করে নেয় কিংবা ফজর নামাজের জামাতে শরিক হয়ে যায় তাহলে তা তাহিয়্যাতুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যাবে। (কিতাবুল ফাতাওয়া ২/৩৫৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন