ফজর নামাজের জামাত হয় না, সে মসজিদে জুমআ’ পড়ার হুকুম

জিজ্ঞাসা–১৭৫২: কোন জুমার মসজিদে কি ফজর নামাজ জামাতে অনুষ্ঠিত হওয়া শর্ত কিনা?–আলোর পথ।

জবাব: জুমআ’র জন্য কোনো মসজিদে ফজর কিংবা অন্য নামাজের জামাত পাওয়া যাওয়া শর্ত নয়। বরং যে আবাদি এলাকায় জুমআ’র শর্তগুলো পাওয়া যায়, সেখানে যে কোনো মসজিদে জুমআ’ পড়া যায়। তবে কোনো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত না হওয়া মসজিদের হক ক্ষুণ্ণ করার নামান্তর। সুতরাং মহল্লাবাসী এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। (দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ, জবাব নং ১৭৫৩৩৮)

والله اعلم بالصواب