ফরজ গোসলের সময় কি পুরুষের মূত্রনালীর ভিতরে পানি ঢোকানো জরুরি?

জিজ্ঞাসা–৩৩৯: ফরজ গোসলের সময় কি পুরুষের মূত্রনালীর ভিতরে পানি ঢোকাতে হবে?– Intaj Ali : [email protected]

জবাব: ফরজ গোসলের সময় দেহের বাহ্যিক অংশ ভালোভাবে ধৌত করা জরুরি। মূত্রনালীর ভিতরে পানি ঢোকানো জরুরি নয়। (ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৫)

বরং ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধৌত করলেই যথেষ্ট হয়ে যাবে। মায়মুনা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,

وَضَعْتُ لِلنَّبِيِّ غُسْلاً يَغْتَسِلُ بِهِ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الإِنَاءَ عَلَى يَدِهِ الْيُمْنَى فَغَسَلَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ثُمَّ صَبَّ عَلَى فَرْجِهِ بِشِمَالِهِ

আমি রাসূলুল্লাহ্ ﷺ এর জন্য গোসলের পানি রাখলাম। তা দিয়ে তিনি অপবিত্রতার গোসল করেন। নাবী বদনা নিজের ডান হাতের উপর কাৎ করে তা দুই বা তিনবার ধৌত করেন। অতঃপর তিনি তাঁর লজ্জাস্হানের উপর পানি ঢেলে বাম হাত দিয়ে ধৌত করেন…। (আবু দাউদ ২৪৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

আরো পড়ুন–

 ফরজ গোসল করা অসম্ভব হলে কী করবে?

স্বপ্নদোষ হলে কী করণীয়?

ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কী?

ফরজ গোসলের আগে কোন্ কাজ করা যাবে এবং কোন্ কাজ করা যাবে না?

ফরয গোসল সূর্য ওঠার পর করলে কি রোজা হবে?

গোসল করলে কি অযু করতে হয়?

নাপাক জামা ধোয়ার সময় পানি লেগে গেলে হুকুম কী?

হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করলে কী করণীয়?

ফরজ গোসলের সময় কুলি করা এবং নাকে পানি দেয়ার কথা ভুলে গেলে কী করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 9 =