ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে…

জিজ্ঞাসা–১৬৩৪: ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে কি সাহু সিজদা ওয়াজিব হবে?–আব্দুল্লাহিল বাকী।

জবাব: না, ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে এ কারণে সাহু সিজদা ওয়াজিব হবে না। (আল মুহীতুল বুরহানী ২/৩১৩ হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ২৫১ ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭ মাসিক আলকাউসার সেপ্টেম্বর ২০১৫)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন