ফেসবুক প্রোফাইল পিকচারে নিজের ছবি দেয়া যাবে কি?

জিজ্ঞাসা–৫৬৪: আসসালামুয়ালাইকুম। ফেসবুকে মানুষ চিনতে পারে শুধু এইজন্য প্রোফাইল পিক্চার দেওয়া যাবে কি?–ফারুক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

মহিলাদের ছবি হলে বৈধ নয়। পুরুষদের ছবি জায়েজ পদ্ধতিতে প্রদর্শিত হলে জায়েজ আছে। তবে উত্তম নয়। বিশেষ করে সমাজের পথিকৃত যেমন উলামায়ে কেরামগণকে এ কর্ম থেকে বিরত থাকাই তাক্বওয়ার দাবী। কিন্তু এসব ছবি প্রিন্ট করা জায়েজ নয়। (তাকমিলা ফাতহুল মুলহিম-৪/১৬৪)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =