বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা যাবে কি?

জিজ্ঞাসা–১৬৭০: বাড়িতে যেন চোর না ঢুকে এ উদ্দশ্যে কুকুর পালা যাবে কি?–আব্দুর রহিম।

জবাব: হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

  مَنْ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ وَلا مَاشِيَةٍ وَلا أَرْضٍ فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ قِيرَاطَانِ كُلَّ يَوْمٍ

যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে ঐ ব্যক্তির প্রত্যেকদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। (সহীহ মুসলিম ১৫৭৫ জামে তিরমিযী ১৪৮৭)

আর এক হাদীসে আছে, القيراط مثل أُحُد এক কিরাত হলো, উহুদ পাহাড় সমপরিমাণ।  (মুসনাদে আহমদ ৪৬৫০)

উক্ত হাদিস থেকে বুঝা যায়, বাড়ি-ঘর পাহারার উদ্দেশে কুকুর পোষা নিষেধ নয়। বরং নিষেধ হল, শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা। (ফতোয়াতে মাহমুদিয়া ১৮/২৬৪ ফতোয়ায়ে আলমগিরি ৪/২৪২)

তবে খেয়াল রাখতে হবে যে, কুকুর যেন ঘরে প্রবেশ না করে। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لا تَدْخُلُ المَلائِكَةُ بَيْتًا فيه كَلْبٌ ولا تَصاوِيرُ

ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ঐ ঘরেও না, যে ঘরে ছবি থাকে। (সহীহ বুখারী ৫৯৪৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন