বিবাহবার্ষিকী পালন করা জায়েয হবে কি?

জিজ্ঞাসা–১৭৫৩: স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে বিবাহবার্ষিকী পালন করতে পারবেন কি? যেমন এই দিনটি স্পেশাল করার জন্য একে অপরকে উপহার দেয়া,ফুল দেয়া, কেক কাটা- এইসব করা যাবে?–Nafisa Tasnim

জবাব: বিবাহবার্ষিকী পালন করা এবং এই দিনটিকে স্পেশাল করার জন্য একে অপরকে উপহার দেয়া, ফুল দেয়া, কেক কাটা–এ সবই ইসলামী সংস্কৃতির অংশ নয়। এগুলো বিজাতীয় সংস্কৃতি। এ কারণে এগুলো জায়েয হয়ে যাবে না। কেননা, ইবনে উমর রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে,

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। (আবু দাউদ ৪০৩১)

অপর হাদীসে এসেছে,

لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى

যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রেখে চলে, সে আমাদের দলভুক্ত নয়, তোমরা ইয়াহূদী ও নাসারাদের সাথে সাদৃশ্য রেখো না। (তিরমিযী ২৬৯৫)

والله اعلم بالصواب