বিয়ের জন্য জমানো টাকা থাকলে কুরবানী ওয়াজিব হবে কি?

জিজ্ঞাসা–১৮৪২: কোন গরিব ব্যাক্তি যদি অল্প বেতনে চাকরী করে বিয়ের জন্য টাকা জমায় আর সেই টাকা যদি নেসাব পরিমাণ হয়ে যায় তাহলে তার জন্য কুরবানি কি ওয়াজিব হবে? হলে সে কুরবানিতে কত টাকা খরচ করবে? বাজারে তো এখন আর অল্প মূল্যের পশু পাওয়া যায় না। বিষয়টির সমাধান খুব দ্রুত দিলে উপকৃত হবো–বিবাড়িয়া থেকে। 

জবাব: জমা টাকা নেসাব পরিমাণ হলে তা যে উদ্দেশ্যেই রাখা হোক তার উপর কুরবানী ওয়াজিব হবে এবং বছরান্তে উক্ত সম্পদের যাকাতও দিতে হবে। সুতরাং উক্ত ব্যক্তিকে যে কোনোভাবে কুরবানী দিতে হবে। (মাবসূত সারাখসী ২/১৮৯; আলমুহীতুল বুরহানী ৩/১৫৬, ৮/৪৫৫; বাদায়েউস সানায়ে ৪/১৯৬; আদ্দুররুল মুখতার ২/২৫৯, ৬/৩১২)

والله أعلم بالصواب