মালিক পাওয়া না গেলে…

জিজ্ঞাসা–১৭৩০: আসসালামু আলাইকুম। আমি একদিন ২ জোড়া মৌজা কিনেছিলাম এক ভ্যানওয়ালা মৌজা ব্যাবসায়ীকের কাছ থেকে পায়ে পরার জন্য ৯০ টাকা দিয়ে। কিন্তু বাসায় এসে দেখি ৩ জোড়া। পরে আমি তাকে কয়েক বার খুঁজেছি কিন্ত আর পাই নাই। আমি এখনো অতিরিক্ত ১ জোড়া মৌজা পরি নাই। এখন আমার কি করার আছে?–মোহাম্মদ সিয়াম হোসাইন চৌধুরী।

জবাব: وعليكم السلام ورحمة الله

যথাসাধ্য চেষ্টা করার পরেও যদি মালিক না পাওয়া যায় তাহলে লোকটির তরফ থেকে মৌজা জোড়া গরীব-দুঃখীকে সাদাকাহ করে দিবেন। আর যদি আপনি সাদাকাহ গ্রহণের উপযুক্ত হন তাহলে আপনিও ব্যবহার করতে পারবেন। (ফাতাওয়ায়ে আলমগিরি- ২/২৯৯-৩০০, আল-মুহিতে বুরহানি- ৮/৮৬৬, ফাতাওয়ায়ে সিরাজিয়া- ২৪১)

والله اعلم بالصواب