মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কি?

জিজ্ঞাসা–১২৩৭: নামাজ অবস্থা মাস্ক পরিধান করে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। –মোঃ আনোয়ার হোসেন।

জবাব: কোনো কারণ ছাড়া নাক-মুখ ইত্যাদি কাপড় দ্বারা ঢেকে নামাজ পড়া মাকরূহ। (আদ্দুররুল মুখতার ১/৬৫২) কেননা, হাদীস শরীফে এসেছে, আবূ হুরাইরা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,

أَنَّ رَسُولُ اللهِ ﷺ نَهَى عَنِ السَّدْلِ فِي الصَّلَاةِ وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ

রাসূলুল্লাহ ﷺ নামাজের সময় কাপড় উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন। (আবু দাউদ ৬৪৩)

তবে কোনো সমস্যার কারণে নাক-মুখ ঢাকলে নামাজ মাকরূহ হবে না। কেননা الضرورات تبيح المحظورات     জরুরত নিষিদ্ধ কাজকে সিদ্ধ করে দেয়। (আলআশবাহ ওয়াননাযাইর ১/৭৮)

সুতরাং ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য কিংবা অন্য কোন যৌক্তিক প্রয়োজনে মাস্ক পরিধান করে নামাজ আদায় করা যাবে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =