মিনা এবং মুজদালিফায় অবস্থান করতে না পারলে করণীয়

জিজ্ঞাসা–১৮৫০: অসুস্থতার কারণে মিনা এবং মুজদালিফায় অবস্থান করতে সক্ষম না হলে করণীয় কী–ভোলা থেকে। 

জবাব:

এক. ১০, ১১,১২ যিলহজ্জের অন্তত যে কোনো এক রাত মিনায় অবস্থান করা সুন্নাতে মুয়াক্কাদা। ইচ্ছাকৃতভাবে সুন্নাত ছেড়ে দিলে গেলে গুনাহ হয়। কিন্তু অসুসস্থতা কিংবা এজাতীয় ওজরের কারণে সুন্নাত ছুটে গেলে গুনাহ হয় না। (ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯)

দুই. সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত একমুহূর্তের জন্য হলেও মুযদালিফায় অবস্থান করা ওয়াজিব। এই ওয়াজিব ছুটে গেলে দম দিতে হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি এতটাই অসুস্থ হয় যে, এই সময়টুকও মুযদালিফায় অবস্থান করা তার জন্য অসম্ভব; তাহলে অসুস্থতা একটি শরীয়তসম্মত ওজর। আর শরীয়তসম্মত ওজরের কারণে মুজদালিফায় অবস্থান করতে সক্ষম না হলে দম ওয়াজিব হয় না। (ইরশাদুসসারী ৫০৫)

والله أعلم بالصواب