মুখের থুথু কি পাক?

জিজ্ঞাসা–১২৮৮: মুখ থেকে নির্গত থুথু কি পাক?–Mahfuja Akter Rimi

জবাব: মানুষের মুখের থুথু বা কফ পাক। অতএব তা শরীর বা অন্য কোনো স্থানে লেগে গেলে তা নাপাক হবে না। (ফাতহুল বারী ১/৪২০; আলবাহরুর রায়েক ১/৩৫; আদ্দুররুল মুখতার ১/৩০৫)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 9 =