যাকাতের হিসাব

জিজ্ঞাসা৭৪: গত বছর কারো কাছে যাকাত ফরজ হবার মত অর্থ ছিল না (ধরি ৩০ হাজার টাকা ছিল) কিন্তু এবছর তার যাকাতযোগ্য সম্পদ আছে (ধরি ১ লক্ষ টাকা । সে কীভাবে যাকাতের হিসাব করবে? –আব্দুল করিম।

জবাব: নিয়ম হলো, যেদিন থেকে  নিসাবের মালিক হয়, সেদিনের হিসাব ধরে আরবি এক বছর পর ঠিক ওই দিন যাকাতের হিসাব করা। হিসাবের তারিখে আপনার মালিকানাধীন সকল যাকাতযোগ্য সম্পদের হিসাব করতে হবে।যদিও কিছু সম্পদের বয়স হিসাবের দিন একবছর পূর্ণ নাও  হয় তবুও হিসাব করতে হবে সকল যাকাতযোগ্য সম্পদের । তবে কোন দিন থেকে এর মালিক হয়েছে তা মনে না থাকলে, অনুমান করে একটা দিন ঠিক করে নিয়ে প্রতিবছর ঠিক সেই দিন যাকাত হিসাব করলে ইনশা’আল্লাহ তা আদায় হয়ে যাবে। (আহসানুল ফতোয়া ৪/৩৯৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =