যাকাত অগ্রিম আদায় করা যাবে কি?

জিজ্ঞাসা–১৬৭৮: আমার বোনের ননদ খুবই অসুস্থ। চিকিৎসা চালানোর মত ব্যবস্থা নাই। আমার বোন তার জন্য আমার কাছে কিছু সাহায্য চেয়েছে। আমারও খুব বেশী আছে তা নয়। আমি একটা দোকান করি। এক পরিচিত বাড়ীওয়ালাকে আমার বোনের ননদের কথা বলে কিছু সাহায্য চেয়েছি। তিনি বলেন, আমি যা দেয়ার প্রতি বছর রমজানে হিসাব করে দিয়ে দেই। যাকাত তো রমজানে দিতে হয়, তুমি রমজানে যোগাযোগ করিও। আমি তাকে বললাম, চাচা, আপনি চাইলে যাকাত অগ্রিমও দিয়ে দিতে পারেন। কারণ, আমি মসজিদের বয়ানে কোথাও যেন এটা শুনেছিলাম। তিনি আমাকে বললেন, তুমি ভুল শুনেছ। ভালো করে জেনে নাও। যদি আগ্রিম দেয়া যায় তাহলে আমি কিছু দিব। আমার প্রশ্ন হল, এখন আমি তার কাছে থেকে আমার বোনের ননদের চিকিৎসার জন্য অগ্রিম যাকাত নিতে পারবো কি?–মোঃ আলমগীর।

জবাব: অগ্রিম যাকাত আদায় করা জায়েয। সুতরাং আপনি গ্রহণ করতে পারেন। হাদিস শরিফে এসেছে, আলী রাযি. থেকে বর্ণিত,

أَنّ العَبّاسَ سَأَلَ رَسُولَ اللهِفِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلّ، فَرَخّصَ لَهُ فِي ذَلِكَ

আব্বাস রাযি. তাঁর মালের বর্ষপূর্তির পূর্বে যাকাত আদায় করার ব্যাপারে নবী –কে জিজ্ঞাসা করেন। তখন তিনি তাঁকে এ ব্যাপারে অনুমতি দেন। (তিরমিযী ৬৭৮)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন