যিলহজ্বের ৯ তারিখ রোজা রাখা

জিজ্ঞাসা–১৮৪৫: জ্বিলহজ্জ মাসের ৯ তারিখ রোজা রাখার ফায়দা সম্পর্কে কিছু জানান–ঢাকা থেকে। 

জবাব: যিলহজ্বের প্রথম নয় দিনের মধ্যে নবম তারিখের রোযা সর্বাধিক ফযীলতপূর্ণ। সহীহ হাদীসে এই দিবসের রোযার ফযীলত বর্ণিত হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي بعده والسنة التي قبله

আরাফার দিনের (নয় তারিখের) রোযার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে, তিনি এর দ্বারা বিগত এক বছর ও আগামী বছরের গুনাহ মিটিয়ে দিবেন। (সহীহ মুসলিম ১১৬২)

আরেক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

من صام يوم عرفة غفر له سنتين متتابعتين

যে ব্যক্তি আরাফার দিন রোযা রাখবে তার লাগাতার দুই বছরের (গুনাহ ক্ষমা করা হবে। (মুসনাদে আবু ইয়ালা ৭৫৪৮; মাজমাউয যাওয়াইদ ৫১৪১)

والله أعلم بالصواب