যোনিপথে চিকিৎসা যন্ত্র বা ওষুধ প্রবেশ করালে গোসল ও রোজার বিধান

জিজ্ঞাসা–১৩২০: Assalamualikum, if a woman or doctor inserts a medical instrument or medicine into the vagina, does she have to do ghusl? Does that invalidate fasting?–Naimul Hassan

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী ভাই, এ বিষয়ে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে,

إذا أدخلت المرأة أو الطبيبة جهازاً أو علاجاً في الفرج ، فهل يجب الاغتسال ؟ وهل يفسد ذلك الصوم؟

‘যদি কোন মহিলা বা ডাক্তার যোনিপথে কোন চিকিৎসা যন্ত্র বা ওষুধ প্রবেশ করান তাহলে তাকে কি গোসল করতে হবে এবং এতে কি রোজা ভেঙ্গে যাবে?’

উত্তরে তাঁরা লিখেছেন,

إذا حصل ما ذُكر فلا يجب غسل الجنابة ، ولا يُفسد الصوم

‘যা উল্লেখ করা হয়েছে তা হলে গোসল ফরজ হয় নি এবং রোজাও নষ্ট হবে না।’ (ফাতাওয়াল লাজনাদ দায়িমা লিল বুহুসিল ইলমিয়্যা ওয়াল ইফতা, ফাতওয়া নং ৫/৩৪১-৩৪২)

والله اعلم بالصواب