রমজান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত একটি জাল হাদিস

জিজ্ঞাসা–২৬৭: হযরত মুহাম্মদ (সা:) বলেছেন ,”যে ব্যক্তি রমজানের খবর ১ম কাউকে দিবে, তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে”। এই হাদিসের সঠিক ব্যাখ্যা চাই।– Sazid

জবাব: এটা কোন হাদিসই নয়। মনগড়া কথা মাত্র। অর্থাৎ, এটি জাল হাদিস, যা ইদানিং ফেসবুকসহ অন্যান্য সামাজিক-যোগাযোগ মাধ্যমে খুব দেখা যায়।

হাদিসের নামে এ ধরণের মিথ্যাচার পরিহার করা ঈমানি-কর্তব্য। কারণ রাসূলুল্লাহ বলেছেন,

من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار

“আমি যা বলিনি সেই কথা যে আমার নামে বলবে তার আবাস্থল হবে জাহান্নাম। ”(বুখারী আস-সহীহ১/৫২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =