রোজা রেখে মেসওয়াক করা যাবে কি?

জিজ্ঞাসা–১৮০৩: রোজা রেখে মেসওয়াক করা যাবে কি?–আবু সায়েম। 

জবাব: রোজা অবস্থায়ও মিসওয়াক করা সুন্নত। এমনকি কাঁচা ঢাল দ্বারা মিসওয়াক করাও মাকরূহ নয়।

হাসান রহ-কে রোজা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

لَا بَأْسَ بِهِ آخِرَ النَّهَارِ إِنَّمَا هُوَ طَهُورٌ فَلْيَسْتَكْ أَوَّلَهُ وَآخِرَهُ

রোজা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই। মিসওয়াক পবিত্রতার মাধ্যম। অতএব দিনের শুরুতে এবং শেষেও মিসওয়াক করো। (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৮৯)

আরেক বর্ণনায় এসেছে,

عَنْ مُجَاهِدٍ: «أَنَّهُ لَمْ يَرَ بِالسِّوَاكِ الرَّطْبِ بَأْسًا لِلصَّائِمِ»، وَهُوَ الَّذِي يَأْخُذُ بِهِ الثَّوْرِيُّ

মুজাহিদ রহ. রোজা অবস্থায় তাজা মিসওয়াক ব্যবহার করাকে দোষণীয় মনে করতেন না। সুফিয়ান সাওরী রহ. থেকেও অনুরূপ বক্তব্য বর্ণিত আছে। (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৯২)

والله أعلم بالصواب