জিজ্ঞাসা–৫৬২: আসসালামু আলাইকুম। হযরত,আমার প্রশ্ন হল বাজারে পাওয়া শীতকালিন লোশনগুলোতে কি নাপাক কিছু মিশানো থাকে? এগুলো ব্যবহার করার বা না করার জন্য আপনার পরামর্শ এর আবেদন করছি।–বিনতে মুমিনুর রহমান
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
হারামের দলিল পাওয়ার আগ পর্যন্ত বস্তুর মূল হচ্ছে, বৈধতা। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الأَرْضِ جَمِيعا
যিনি তোমাদের জন্য পৃথিবীতে অবস্থিত সব কিছু সৃষ্টি করেছেন। (সূরা বাকারা ২৯)
আর লোশন, স্নো, ক্রিম ইত্যাদিতে নাপাক বস্তু মিশানোর বিষয়টি এখন পর্যন্ত প্রমাণিত হয় নি। সুতরাং এগুলো ব্যবহার করা যাবে।
الله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ মেয়েদের চুল কাটার বিধান কি? ☞ মহিলাদের চুলের বিভিন্ন কাটিং এর বিধান ☞ সুগন্ধিতে কী পরিমাণ এ্যলকোহল থাকলে ব্যবহার করা যাবে? ☞ পুরুষের জন্য চুলে মেহেদি ও কালো কলপ ব্যবহার জায়েয হবে কি? ☞ মহিলাদের চুল সোনালী রং করা বৈধ কিনা? ☞ চুলে রং করলে অজু-গোসলে সমস্যা হয় কি? ☞ বাচ্চাদের কপালে শখ করে টিপ দিলে গুনাহ হবে কি? ☞ পুরুষ হাতে মেহেদী ব্যবহার করতে পারবে কি?