সমিতির টাকার জাকাত আছে কি?

জিজ্ঞাসা৭৮: আমি একজনের কাছে ৫০০০০/-অন্য একজনের কাছে ৪৮০০০/-পাওনা আছি। আমাদের একটা সমিতি আছে সেখানে আমার ১৫০০০০/- টাকা জমা আছে। সমিতির টাকা ব্যাংকে জমা রাখা, কোন কাজ করা হয় না। আমার কি জাকাত দেয়া লাগবে? আর কতো টাকা দিতে হবে?: [email protected]

জবাব: যদি কারো নিকট  ৫২.৫ তোলা (৬১২.৩৬ গ্রাম) রৌপ্যের সমপরিমাণ মূল্যের যাকাতযোগ্য সম্পদ থাকে তাহলে বছরান্তে তার উপর যাকাত ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যাকাত ওয়াজিব হয়েছে। কেননা, উপরোক্ত তিনটি অংক নগদ অর্থের শামিল। অতএব হিসাব করে মোট টাকার  চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে। (হেদায়া : ১/১৯৬, আদদুররুল মুখতার : ২/৩০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =