‘সম্পর্ক শেষ’ বললে কি তালাক হয়?

জিজ্ঞাসা–১৭১৬: আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে। একদিন আমার স্বামীর সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়, তিনি আমাকে এক পর্যায় বলেন যে তুমি আমার কাছে থাকতে হলে আমার কথা মত চলতে হবে আর নাহলে আমাকে বলে দিবে যে আপনার কথা আমি মানতে পারবো না বা আপনার কথা মতো চলতে পারবো না তাহলে সেই দিন শেষ। আমি বললাম যে, কী শেষ? আমার স্বামী বলল, সম্পর্ক শেষ। আমি মানে জানতে চাইলে আমার স্বামী বলে, তোমার আমার রাস্তা আলাদা। এখন আমার প্রশ্ন হলোঃ এতে কি তালাক হবে? অর্থাৎ এই সম্পর্ক শেষ কথাটি বলার কারণে কি তালাক হবে? আশা করি আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিবেন।–মল্লিকা। 

জবাব: وعليكم السلام ورحمة الله

‘সম্পর্ক শেষ’ এমন শব্দ যা তালাক ও অন্য অর্থ বহন করে। শরিয়তের পরিভাষায় এজাতীয় শব্দে তালাক দেয়াটাকে বলা হয় ‘কেনায়া তালাক’ বা ইঙ্গিতসূচক শব্দ দ্বারা তালাক। আর কেনায়া তালাকের ক্ষেত্রে নিয়ত তথা তালাকের ইচ্ছা থাকা অত্যাবশ্যক। আর কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয় ৷

সুতরাং যদি কেউ স্ত্রীকে এরূপ কথা বলে এবং তালাকের নিয়ত করে, তবে স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নিয়ত না করে তাহলে তালাক হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন