স্ত্রী-সহবাসের ভিডিও করা জায়েয আছে কি?

জিজ্ঞাসা–৮২১:সহবাসের সময় ভিডিও করা যায় কী–Mahafuj

জবাব: وعليكم السلام ورحمة الله

আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ‘ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা’-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা উত্তরে লিখেন–

تصوير ما يحصل من الزوجين عند المعاشرة الزوجية محرم شديد التحريم؛ لعموم أدلة تحريم التصوير، ولما يفضي إليه تصوير المعاشرة الزوجية خصوصا من المفاسد والشرور التي لا تخفى، مما لا يقره شرع ولا عقل ولا خلق، فالواجب الابتعاد عن ذلك، والحرص على صيانة العرض والعورات، فإن ذلك من الإيمان واستقامة الفطرة، ومما يحبه الله سبحانه

স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি/ভিডিও গ্রহণ শক্ত হারাম। কেননা, ছবি/ভিডিও হারাম হওয়ার দলিলগুলো আম বা ব্যাপক। তাছাড়া বলা বাহুল্য যে, বিশেষত স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি/ভিডিও গ্রহণে রয়েছে বহু মন্দ ও অনিষ্টতা। যার অনুমতি শরিয়ত, যুক্তি কিংবা চরিত্র দেয় না। সুতরাং এ থেকে দূরে থাকা আবশ্যক। ইজ্জত ও গোপন বিষয়গুলোর হেফাজতের প্রতি যত্নবান হওয়া অপরিহার্য। কেননা, এটা ঈমান ও সুস্থ রুচিবোধের দাবি। আর এটা আল্লাহ তাআলাও পসন্দ করেন।(ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ২২৬৫৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =