সাক্ষী ছাড়া বিবাহ…

জিজ্ঞাসা–৬৩৪: কিছু দিন আগে আমি আমার বন্ধুর বিয়ের খবর পাই। অনেক সংগ্রাম করে বিয়ে করেছে। সে বিয়েতে মেয়ে আর তার মা ছাড়া কেউ রাজি ছিলোনা। তারা কাজী অফিসে যায় এবং মেয়ের মা উভয় পক্ষের সাক্ষী হয়ে তাদের বিয়ে দেয়। এটা কি জায়েজ হয়েছে–arman

জবাব: ইসলাম বলেছে, কমপক্ষে দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষী ছাড়া এভাবে বিয়ে করলে বিয়ে হবে না। বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। দলীল হচ্ছে- নবী বলেছেন, لا نكاح إلا بوليّ وشاهدين অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =