সূর্যোদয়ের ১০/১৫ মিনিটের মধ্যে ফজর নামাজ পড়া যাবে কি?

জিজ্ঞাসা–১২৫৫: ফযরের সালাতের সময় যদি কখনও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ধরুন সূর্যোদয়ের ১০/১৫ মিনিটের মধ্যে। এমন সময়ে কি আমি ফযরের সালাত আদায় করতে পারবো?–Sahabur Rahman

জবাব: সূর্যোদয়ের সময় অর্থাৎ যতক্ষণ না তার হলুদ রঙ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে; এ সময় নামাজ পড়া নিষেধ। এরজন্য আনুমানিক ১৫-২০ মিনিট সময় প্রয়োজন হয়। সুতরাং এসময়ে কোনো নামাজ পড়া যাবে না। এসময়ের পর ফজর পড়বেন কাযা হিসেবে। কেননা,  হাদিস শরিফে এসেছে, উকবা বিন আমের জুহানী রাযি. বলেন,

ثَلاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

তিনটি সময়ে রাসুল আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহীহ মুসলিম ১৩৭৩)

উল্লেখ্য,

ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামায আদায় না করা কবিরা গুনাহ। কেননা, আল্লাহ তাআলা বলেন,

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ * الَّذِينَ هُمْ عَنْ صَلاتِهِمْ سَاهُونَ

অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর। (সূরা মাউন ৪,৫)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. এর তাফসিরে বলেন, الذين يؤخرونها عن أوقاتها ‘যারা নামাযের নির্দিষ্ট সময় থেকে দেরিতে আদায় করে…।’ (তাফসিরে কুরতুবী ২০/২১১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =