সোনার যাকাত

জিজ্ঞাসা–১৩১৬: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার কাছে নয় ভরি স্বর্ণ আছে। আমার জানার বিষয় হল স্বর্ণের যাকাত দেড় ভরির দিব নাকি পুরা নয় ভরির যাকাত দিতে হবে?–মোঃ কামাল হোসেন।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নয় ভরিরই যাকাত দিবেন। কেননা, নিসাবের মালিককে তার যাকাতযোগ্য সকল সম্পদের যাকাত দিতে হয়। সুতরাং যেদিন আপনার যাকাতের অর্থ বছর পূরা হবে ঐদিন আপনার কাছে নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য ও সোনা-রূপা হিসেবে যত সম্পদ আছে, সব সম্পদের যাকাত আদায় করতে হবে। (বাদায়েউস সানায়ে ২/১২৩; আদ্দুররুল মুখতার ২/৩০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮১; মাজমাউল আনহুর ১/২৯৯)

বিস্তারিত জানার জন্য পড়ুন–যাকাত কিভাবে আদায় করবেন?

والله اعلم بالصواب