স্ত্রীর কুরবানী স্বামী দিলে হবে কি?

 জিজ্ঞাসা–১৮৪৭: বিবাহিত মেয়েদের কি স্বামী কুরবানী দিলেও মেয়েদের নিজের কুরবানী দিতে হয় যদি সে সাড়ে ৭ ভরীর বেশি স্বর্ণের মালিক হয়ে থাকে এবং নগদ ৪৫০০০০ টাকার মালিক হয়, অথবা বাবার বাড়ির সম্পদের মালিক হয়ে থাকে যার মূল্য সাড়ে সাত ভরীর অধিক এবং নিজের কোনো উপার্জন না থাকে শুধু গৃহিণী হয়? আর যদি দিতে হয় কি পরিমাণ বা কিভাবে দিতে হবে?–ঢাকা থেকে। 

জবাব: স্ত্রীর ওপর কুরবানী ওয়াজিব হলে স্ত্রীই কুরবানী দিবে। প্রয়োজনে স্বর্ণের বা অন্য সম্পদের কিছু অংশ বিক্রি করে কুরবানী দিবে।

হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ وَجَد سَعَةً فلم يُضَحِّ فلا يَقْرَبَنَّ مُصَلاَّنا

‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (ইবনে মাজাহ ২১২৩, মুসনাদে আহমদ ৮২৭৩)

তবে স্বামী যদি স্ত্রীর অনুরোধে বা অনুমতিক্রমে খুশি মনে তার কুরবানী দিয়ে দেন তাহলেও আদায় হয়ে যাবে এবং স্বামী সওয়াবের ভাগী হবেন। বরং সামর্থ্যবান স্বামীর জন্য অর্থের সাথে জড়িত ফরয-ওয়াজিবগুলো আদায়ের ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতা করাই বাঞ্ছনীয়। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৪৭০, ৮/২৩০ আহকামুল কুরআন জাসসাস ৩/১০৭ আদ্দুররুল মুখতার ২/২৯৮)

والله أعلم بالصواب