স্ত্রীর খালাতো, মামাতো, চাচাতো বা ফুফাতো বোনকে বিয়ে করা

জিজ্ঞাসা–১৭৯৮: স্ত্রীর সহোদর বোনকে তো বিয়ে করা হারাম যতোক্ষণ স্ত্রী বেঁচে থাকে বা তালাক না হয়। আমার প্রশ্ন হলো স্ত্রীর চাচাতো/ফুফাতো/মামাতো/খালাতো বোনদের ক্ষেত্রেও কি একই হুকুম?–মোহাম্মদ মাহমুদুল ইসলাম।

জবাব: এক বোন স্ত্রী হিসেবে থাকা অবস্থায় দ্বিতীয় বোনকে বিবাহ করা হারাম। তবে স্ত্রীর খালাতো, মামাতো, চাচাতো বা ফুফাতো বোনকে বিয়ে করা বৈধ। (আল জামি’ লি আহকামিল কুরআন ৫//১১৬)

والله أعلم بالصواب