স্ত্রীর সাদাস্রাব যাওয়া অবস্থায় সহবাসের হুকুম কি?

জিজ্ঞাসা–১১৫৯: স্ত্রীর সাদাস্রাব যাওয়া অবস্থায় সহবাসের হুকুম কি? বিস্তারিত জানতে চাই।–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: স্ত্রীর সাদাস্রাব যাওয়া অবস্থায় সহবাস নিষেধ নয়। কেননা, হায়েয তথা স্ত্রীর মাসিক চলাকালীন বা নিফাস তথা বাচ্চা প্রসবের পর যে কয়দিন রক্ত আসে–এই দুই অবস্থায় থাকলে স্ত্রী-সহবাস হারাম। এছাড়া ইসলামে সহবাসের নিষিদ্ধ কোনো সময় নেই; বরং দিবারাত্রে যে কোনো দিন যে কোনো সময় স্বামী স্ত্রীর যখনই সুযোগ হয়, তখনই সহবাস বৈধ। কেননা, আল্লাহ তাআলা বলেন,

نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ

তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ; অতএব তোমরা যেভাবেই ইচ্ছা তোমাদের ক্ষেতে গমণ কর। (সূরা বাকারা ২২৩)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ أَتَى حَائِضًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا أَوْ كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ

যে ব্যাক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করলো অথবা গণকের নিকট গেলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো, সে অবশ্যই মুহাম্মাদ ﷺ -এর উপর নাযিলকৃত জিনিসের (আল্লাহ্‌র কিতাবের) বিরুদ্ধাচরণ করলো। (তিরমিযী ১৩৫ আবূ দাঊদ ৩৯০৪)

 বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–৫৭৮

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =