স্ত্রী বেপার্দা চললেই কি দাইয়ুস হয়ে যাবে?

জিজ্ঞাসা–১৫১৯: স্ত্রী বেপার্দা চললেই কি দাইয়ুস হয়ে যাবে? মোটামুটি পর্দা করলে মাঝেমধ্যে তরক হলে কি স্বামী দাইয়ুস থেকে বাঁচবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: স্ত্রী বেপর্দায় চলার কারণে যদি স্বামী খুশি থাকে এবং তাকে বাঁধা না দেয় তাহলে সে দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে; অন্যথায় নয়। কেননা, দাইয়ুসের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন,

اَلدَّيُّوْثُ هُوَ الَّذِيْ لَا يُبَالِيْ مَنْ دَخَلَ عَلٰى أَهْلِهِ

দাইয়ুস হলো সে ব্যক্তি যে, তার পরিবারের নিকট কে প্রবেশ করল এ ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। (তাবরানি ১৩১৮০ আততারগিব ওয়াততারহিব ৩৪৭৬)

অপর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন,

الدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ

ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয় যে, তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। (মুসনাদে আহমাদ ৫৩৭২)

একারণে ইবনু হাজার হাইথামি রহ. বলেন,

قال العلماء : الديوث الذي لا غيرة له على أهل بيته

‘আলেমগণ বলেছেন, দাইয়ুস বলা হয়, যে নিজের পরিবারের অশ্লীলতার ব্যাপারে দায়িত্ববোধহীন বা আত্মমর্যাদাহীন।’ (আযযাওয়াজির ২/৩৪৭)

والله أعلم بالصواب