স্ত্রী সহবাসের সময় বীর্যপাত না হলে কি গোসল ফরজ হয়?

জিজ্ঞাসা–১৭১০: স্ত্রীর সাথে সহবাস করে যদি বীর্য না বাহির হয় তাহলে কি ফরজ গোসল করা লাগবে?–সিফাতুল ইসলাম।

জবাব: উভয়ের যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়ার পর প্রবেশ-করানো সংঘটিত হলে এটাই সঙ্গম বা সহবাস। আর সহবাস পাওয়া গেলেই গোসল ফরজ হয়। বীর্যপাত হওয়া শর্ত নয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর লজ্জাস্থান একটির সাথে আরেকটির কেবল স্পর্শ করলেও গোসল ফরজ হয় না যতক্ষণ না পুরুষাঙ্গের অগ্রভাগ (মাথা তথা সুপারির মত অংশ) নারীর লজ্জা স্থানে প্রবেশ করে (বীর্যপাত ঘটুক অথবা না ঘটুক)। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

‏ إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَغابت الْحَشَفَةُ فَقَدْ وَجَبَ الْغُسْلُ أنزلَ أو لم يُنزِلْ

যদি খতনার স্থানদ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে ডুবে যায় তাহলে বীর্যপাত হোক বা না-হোক গোসল ফরজ হবে। (সুনানে আবু দাউদ ২০৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন