হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হয় কি?

জিজ্ঞাসা–১৬৯৪: হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয় কিনা?–মুসাম্মাত হাসনা।

জবাব: হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয় না। প্রসিদ্ধ তাবেয়ী ইবরাহীম নাখায়ী রহ. থেকে বর্ণিত আছে,

عَنْ إبْرَاهِيمَ أَنّهُ كَانَ يَقُولُ فِي الْحَائِضِ تَسْمَعُ السّجْدَةَ، قَالَ: لاَ تَسْجُدُ، هِيَ تَدَعُ مَا هُوَ أَعْظَمُ مِنَ السّجْدَةِ، الصّلاَة الْمَكْتُوبَةَ

অর্থাৎ তিনি বলতেন, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা করবে না। তার তো এর চেয়ে বড় বিধান ফরয নামাযই পড়তে হয় না। (মুসান্নাফ ইবন আবী শাইবা ৪৩৪৭)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন