হারাম কাপড় সেলাইকারী দর্জির উপার্জন কি হালাল?

জিজ্ঞাসা–১৩১৮: আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, আমি টেইলারিং কাজ করি। কাস্টমার যেভাবে বলে সেবাবেই সেলাই করতে হয়। অনেক সময় সতর ঢাকা হয় না এমন ডিজাইনের পোশাক আসে যা আমার সেলাই করতে হয়। কামাইটা কি হালাল হবে? –মোহাম্মদ শফিকুল ইসলাম। 

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যদি এর মাধ্যমে অমুসলিমদের নোংরা সংস্কৃতি প্রচার ও তাদের সহযোগিতা উদ্দেশ্য না হয়; বরং শুধুমাত্র অর্থ উপার্জন উদ্দেশ্য হয় তাহলে এধরণের হারাম-পোশাক সেলাই করা মাকরূহে তানজীহী। তবে এর মাধ্যমে অর্জিত উপার্জন হালাল। (রদ্দুল মুহতার ৯/৫৬২)

সুতরাং একান্ত প্রয়োজনে করা যাবে তবে মনের মাঝে এর প্রতি ঘৃণা রেখে করতে হবে। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

والله اعلم بالصواب