হালালাহ বা হিলা বিয়ে ছাড়া স্ত্রীকে ফিরিয়ে আনার বিকল্প আছে কি?

জিজ্ঞাসা–১৫৮৭: আসসালামু ওয়া আলাইকুম। আমি আমার স্ত্রীকে প্রায় তিন মাস পূর্বে তালাক প্রদান করি। তার কিছু সমস্যা আছে। এজন্য পারিবারিকভাবে তালাকের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু এখন সে আমার সংসার করতে চাচ্ছে এবং আমার জন্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। কিন্তু সে সম্মত নয় হালালা বিবাহতে। আমার পরিবার থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমি যদি তাকে গ্রহণ করি তবে আমার পরিবার আমাকে ত্যাগ করবে। এক্ষেত্রে আমার করণীয় কী?–Zakir Hossin

জবাব: وعليكم السلام ورحمة الله

প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি আপনার স্ত্রীকে কয় তালাক দিয়েছেন তা কিন্তু উল্লেখ করেন নি! যদি এক তালাক কিংবা দুই তালাক দিয়ে থাকেন তাহলে আপনার অধিকার আছে তাকে ইদ্দত তথা তিন হায়েজ অতিক্রান্ত হওয়ার আগে স্ত্রী হিসেবে বরণ করে নেয়া। এক্ষেত্রে তখন নতুন করে বিবাহ করার প্রয়োজন নেই। কিন্তু যদি তিন হায়েজ অতিক্রান্ত হওয়ার আগে তাকে বরণ করে না নিয়ে থাকেন তাহলে তাকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করতে হলে নতুন করে মোহর ধার্য করে বিবাহ করা আবশ্যক। নতুবা স্বামী স্ত্রী হিসেবে আপনাদের উভয়ের বসবাস করা জায়েজ হবে না। (ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-৯/৪৪১,২৪৫)

বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–১২৪১।

আর যদি আপনি আপানার স্ত্রীকে তিন তালাক দিয়ে থাকেন তাহলে তাকে পুনরায় বরণ করতে হলে এর জন্য একমাত্র বৈধ ব্যবস্থা হলো ‘হালালাহ’ করা। এই স্ত্রীকে পুনরায় বরণ করে নেয়ার এই ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। কেননা, আল্লাহ তাআলা স্পস্তভাবে বলে দিয়েছেন,

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ

অতঃপর স্বামী যদি স্ত্রীকে তৃতীয় তালাক দেয় তবে অন্য লোকের সাথে বিবাহ দেয়া ব্যতীত সেই স্ত্রী (প্রথম) স্বামীর জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সূরা বাকারা-২৩০)

সুতরাং আপনি সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রয়োজনে একজন মুহাক্কিক আলেমের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি পরামর্শ করুন।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন