হালাল পুঁজির সঙ্গে সুদের অংশ মিলালে পুরা ব্যবসা হারাম হয়ে যায় কি?

জিজ্ঞাসা–১২৭৬: হালাল পুঁজির সাথে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করলে পুরো ব্যবসা কি হারাম হয়ে যাবে নাকি লাভের কিছু অংশ হারাম হবে?–শফিক।

জবাব: সুদের ভিত্তিতে ঋণ নিয়ে ব্যবসা করা জায়েয নয়। বরং ঈমানের পূর্ণতার জন্য অপরিহার্য শর্ত হল, সুদ ও যাবতীয় হারাম পন্থা পরিহার করে বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা। কেননা, আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধিহারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। (সূরা আলি ইমরান ১৩০)

হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবন হানযালা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

دِرْهَمٌ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زَنْيَةً

জেনে-শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহর নিকট ৩৬ জন নারীর সাথে ব্যভিচারের চাইতে অধিক গুনাহের কাজ। (মুসনাদে আহমাদ ২১৪৫০)

তবে এর কারণে পুরা ব্যবসা হারাম হয়ে যাবে না; বরং কেবল হারাম অংশ এবং হারাম অংশ থেকে উপার্জিত অংশ হারাম হয়।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =