হজ্ব আদায়ে সামর্থ্য থাকা সত্ত্বেও বদলী হজ্ব করা

জিজ্ঞাসা–৪২৮: আসসালামুআলাইকুম। জীবিত, সুস্থ, সবল ও সামর্থবান ব্যক্তির জন্য কি হজের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত ব্যক্তি বদলি উমরাহ আদায় করতে পারবেন?– Mohammad Tafsir Ahmed

জবাব: وعليكم السلام ورحمة الله

এক- যার উপর হজ্ব ফরয হয়েছে এবং হজ্ব আদায়ের শারীরিক সক্ষমতাও আছে তার নিজে হজ্ব করা জরুরি। এক্ষেত্রে অন্যকে দিয়ে বদলী হজ্ব করানো জায়েয নয়। বদলী করালে এর দ্বারা তার ফরয হজ্ব আদায় হবে না। (হিদায়া ১/২৯৬; আলবাহরুল আমীক ৪/২২৩৯; বাদায়েউস সানায়ে ২/৪৫৪)

দুই- বদলী হজ্বের জন্য নিজ দেশ থেকেই কাউকে পাঠাতে হবে। নিজ দেশ থেকে কাউকে পাঠানোর সামর্থ্য থাকা সত্ত্বেও অন্য দেশে অবস্থানরত কাউকে দিয়ে বদলী হজ্ব করানো হলে প্রেরণকারীর ফরয হজ্ব আদায় হবে না। এক্ষেত্রে নিজ দেশ থেকে পুনরায় বদলী হজ্ব করাতে হবে। (মানাসিক ৪৪০; গুনইয়াতুন নাসিক ৩২৯; রদ্দুল মুহতার ২/৬০৫)

والله اعلم بالصواب
আরো পড়ুন–

 নগদ টাকা নাই, জমি আছে; হজ ফরজ হয়েছে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =