জিজ্ঞাসা–৪৫৬: আসসালামুআলাইকুম। চার রাকাত সুন্নত নামাযের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা না পড়ে যদি রুকুতে চলে যাই সেক্ষেত্রে করণীয় কি?–Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
সুন্নতের ক্ষেত্রে প্রত্যেক দুই রাকাত স্বতন্ত্র নামায। এজন্য প্রথম দুই রাকাতের মত পরের দুই রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য যেকোনো সূরা মিলানো ওয়াজিব। এই ওয়াজিব তরক করে রুকুতে চলে গেলে সাহু সিজদা দিতে হবে। অন্যথায় নামায আদায় হবে না। (ফাতাওয়া কাসিমিয়া ৭/১৯৪)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী