নজর হেফাজতের জন্য কী আমল করা যায়?

জিজ্ঞাসা–৪৬৬: নজর হেফাজতের জন্য কি আমল করা যায়?–Muhammad Arif

জবাব: প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, যদি আপনার প্রশ্ন দ্বারা উদ্দেশ্য হয়, পরনারীর প্রতি দৃষ্টি না দেয়ার আমল; তাহলে প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–২৮৬

পক্ষান্তরে যদি উদ্দেশ্য হয়, অন্যের বদ নজর থেকে নিজেকে বাঁচানোর আমল; তাহলেও প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–৪৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + ten =